শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের লালপুরে একটি হত্যা মামলায় দুইজনের ৩১ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত

নাটোরের লালপুরে একটি হত্যা মামলায় দুইজনের ৩১ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুরে একটি হত্যা মামলায় আসাদুল ইসলাম এবং টুটুল আলী নামের দুইজনের ৩১ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক কামরুন নাহার। আজ বিকেল তিনটার দিকে আদালতে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়।

সাজাপ্রাপ্ত আসাদুল ইসলাম উপজেলার হাবিবপুর গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে এবং টুটুল আলী উপজেলার আরবাব মধ্যপাড়া গ্রামের মানিক আলীর ছেলে। নাটোর জজ কোর্টের বিশেষ পিপি আনিসুর রহমান জানান, গত ২০২০ সালের ৭ অক্টোবর লালপুর উপজেলার ডহরশৈলা গ্রামের দাখিল মাদ্রাসার পাশে লিচু বাগানে অজ্ঞাত এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

এরপরে পুলিশ মরদেহ উদ্ধার করে এর সুরতহাল এবং ময়না তদন্ত রিপোর্ট প্রস্তুত করে। এই মামলায় তদন্তে পুলিশ দুই আসামি আসাদুল ইসলাম এবং টুটুল আলীকে সনাক্ত করে। পরবর্তীতে তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। আজকে দীর্ঘ তিন বছরের অধিক সময় পর এই মামলার রায় ঘোষণা করা হয়।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …