রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের লালপুরে উপজেলা বিএনপির সদস্য সচিবসহ ১২ জন আটক

নাটোরের লালপুরে উপজেলা বিএনপির সদস্য সচিবসহ ১২ জন আটক

নিজস্ব প্রতিবেদক, লালপুর:

নাটোরের লালপুরে বিএনপির ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ ২৯ অক্টোবর রবিবার ভোর পাঁচটার দিকে উপজেলার বালি দেহা এলাকা থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ (পাপ্পু), উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট, নাটোর জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক রুবেল, ইমরান হোসেন , সুমন ইসলাম, চঞ্চল আহমেদ, সোহানুর রহমান, শুকুর আলী, খায়রুল ইসলাম, নুরে আলম সিদ্দিক, সাইফুল ইসলাম।

পুলিশ জানায় , কেন্দ্রীয় বিএনপির ঘোষিত সকাল সন্ধ্যা হরতাল সফল করতে লালপুর ঈশ্বরদী সড়কে নাশকতার চেষ্টা চালায় বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা। এ সময় বিপুল পরিমাণ বাঁশের লাঠি সহ তাদের সেখান থেকে আটক করা হয়। আটকের সময় আরো নেতাকর্মী সেখান থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে লালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …