সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / নাটোরের লালপুরে ইমো হ্যাকিং চক্রের পাঁচ প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাব

নাটোরের লালপুরে ইমো হ্যাকিং চক্রের পাঁচ প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে ইমো হ্যাকিং চক্রের পাঁচ প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বালিতিতা ও মহারাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের রেজাউল করিমের ছেলে আলমগীর হোসেন (২০), মহারাজপুর গ্রামের সালমান উদ্দিনের ছেলে তারিক হোসেন (১৬), মোখলেছুর রহমানের ছেলে রাজু হোসেন (১৬), সাজদার রহমানের ছেলেআসিফ হোসেন (১৫) ও কুষ্টিয়ার ভেড়ামারার সাতবাড়িয়া মণ্ডলপাড়া গ্রামের জাবের আলী মণ্ডলের ছেলে হারুন অর রশিদ (২৬)।

সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব-৫ ক্যাম্পের উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামে জানান, গোয়েন্দার দেওয়া তথ্যের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন ও উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে গতকাল রাতে বালিতিতা ও মহারাজপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ১০টি মোবাইল ও ১৭টি সিম কার্ড জব্দ করা হয়। এ বিষয়ে কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকারোক্তি দেন যে দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো হ্যাক করে আসছিল। পরবর্তী সময়ে বিভিন্ন প্রতারণা করে তাঁদের পরিচিতজনদের কাছ থেকে মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা করা হয়েছে। আজ তাঁদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়। এলাকা ছেড়ে যারা দেশের বিভিন্ন স্থানে গা-ঢাকা দিয়েছে তাঁদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, র‍্যাব-পুলিশের অভিযানে এ পর্যন্ত লালপুরের ৮৪ জন ইমো হ্যাকারকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …