শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের লালপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লিলি ১৪২৬ ভোট বেশি পেয়ে জয়ী

নাটোরের লালপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লিলি ১৪২৬ ভোট বেশি পেয়ে জয়ী

নিজস্ব প্রতিবেদক:
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ২য় ধাপ পৌরসভা নির্বাচনে নাটোরের লালপুরে গোপালপুর পৌরসাভায় মেয়র পদপ্রার্থী রোকসানা মোর্তজা লিলি নৌকা প্রতীকে ৬ হাজার ৫শ ৭৮ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী  স্বতন্ত্র মেয়র প্রার্থী  মুঞ্জুরুল ইসলাম বিমল রেল ইঞ্জিন প্রতীককে ৫ হাজার ১শ ৫২ভোট পেয়েছে। 

আওয়ামী লীগের মেয়র প্রার্থী রোকসানা মোর্তজা লিলি  ১৪শ ২৬ ভোটে  পেয়ে নৌকা প্রতীক বিজয়ী হয়েছে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৯টা কেন্দ্রে এই ভোট অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে  মহিলা ভোটারদের উপস্থিতি ছিল খুবই বেশি।

এই বিষয়ে ভোটাররা জানান, গৌপালপুর পৌরসভার উন্নয়নমূলক বিভিন্ন কাজের জন্য নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে মেয়র পদটি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে উপহার দিয়েছি।

তারা আরো বলেন, গোপালপুর পৌরসভার উন্নয়নমূলক কাজের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সদয় হস্তক্ষেপ কামনা করছি। 

এই বিষয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রোকসানা মোর্তজা লিলি নৌকা প্রতীকে বিজয়ী হয়ে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যাও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আমাকে দলীয় মেয়র প্রার্থী করেছেন।

গোপালপুর পৌরসভার উন্নয়নের জন্য এলাকার ভোটাররা নৌকা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে মেয়র পদটি উপহার দিয়েছেন। এজন্য ভোটারদের ধন্যবাদ জানান তিনি।

লিলি তার নিকটতম প্রার্থী মঞ্জুরুল ইসলাম বিমল এর থেকে ১৭৭১ ভোট বেশি পেয়ে জয় লাভ করেছে।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …