রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের লালপুরের গোপালপুরে সিএনজি ও পাওয়ার ট্রিলারের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ \ আহত-১

নাটোরের লালপুরের গোপালপুরে সিএনজি ও পাওয়ার ট্রিলারের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ \ আহত-১

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুরের গোপালপুরে সিএনজি ও পাওয়ার ট্রিলারের মুখোমুখি সংঘর্ষে আমিরুল সরকার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আসলাম উদ্দিন নামে অপর একজন আহত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার গোপালপুর পৌর এলাকার গরুর হাটে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আমিরুল সরকার বড়াইগ্রাম উপজেলার হাটুয়া গ্রামের মৃত আবেদ সরকারের ছেলে। আহত আসলাম উদ্দিন লালপুর উপজেলার দক্ষিন লালপুরের ভোলা উদ্দিনের ছেলে। আসলাম উদ্দিনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জালাল উদ্দিন ও স্থানীয়রা জানান, সকালে বড়াইগ্রামের বনপাড়া থেকে সিএনজি যোগে কয়েকজন যাত্রী লালপুরের গোপালপুরে যাচ্ছিল। পথে গোপালপুর থেকে বনপাড়া গামী একটি পাওয়ার ট্রিলার গরু হাট এলাকায় পৌঁছালে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী আমিরুল সরকার মারা যায়। এ সময় আসলাম উদ্দিন নামে আরেক যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং আহত আসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে পাওয়ার ট্রিলার ও সিএনজি জব্দ করে পুলিশ। 

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …