সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের রেলস্টেশন এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নাটোরের রেলস্টেশন এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের রেলস্টেশন এলাকার একটি ডোবা পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা আড়াইটার দিকে রেল স্টেশনের উত্তর পাশে একটি ডোবা পুকুর থেকে ভাসমান অবস্থায় এই মরদেহ উদ্ধার করা হয়।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন জানান, রবিবার বেলা দুইটার দিকে নাটোর রেল স্টেশনের উত্তর দিকে একটি পরিত্যক্ত পুকুরে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে কীভাবে এই ব্যক্তির মৃত্যু হয়েছে সুরতহাল এবং ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত জানানো সম্ভব না বলে জানিয়েছে পুলিশ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …