নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের হরিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম কালিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে তাকে হরিশপুর এলাকা থেকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিশপুর এলাকার পাশের একটি বিলের মধ্যে অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে আটক করা হয়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব হোসেন জানান, নাটোর বড় হরিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম কালিয়া ডেভিল হান্টের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ৪ টা হত্যা মামলা সহ চাঁদাবাজি , দখলবাজি মিলিয়ে ১৩ টি মামলা রয়েছে।
