শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরের মল্লিকহাটি থেকে”বানর উদ্ধার,বন বিভাগের কাছে হস্তান্তর”

নাটোরের মল্লিকহাটি থেকে”বানর উদ্ধার,বন বিভাগের কাছে হস্তান্তর”

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের মল্লিকহাটি থেকে একটি বানর উদ্ধার করেছে,রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও সবুজ বাংলা (বিবিসিএফ সদস্য সংগঠন) এর সদস্যরা। বিবিসিএফ এর দপ্তর ও সবুজ বাংলার সাধারন সম্পাদক ফজলে রাব্বী বলেন,বানরটিকে প্রথমে পান নাটোর সদরের মল্লিকহাটি এলাকার সাজ্জাদ মন্ডল (৩০)।

পরিবারের সহযোগিতায় বানরটিকে দেখে শুনে রাখেন তিনি। সাজ্জাদ মন্ডল সবুজ বাংলাকে খবর দিলে,গতকাল বুধবার বিকেলে সবুজ বাংলা সদস্যদের সহযোগীতায় বানরটিকে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।

বানরটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন,রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ফরেস্টার মোঃ আশরাফুল ইসলাম, বিবিসিএফ এর দপ্তর ও সবুজ বাংলার সাধারন সম্পাদক ফজলে রাব্বী,জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট মানুনুর রশিদ,মিননুর রহমানসহ প্রমূখ।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …