সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের মন্দিরগুলোতে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে প্রার্থনা অনুষ্ঠিত

নাটোরের মন্দিরগুলোতে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে প্রার্থনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের মন্দিরগুলোতে ১৫ আগস্টে শহিদ বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যে সাতটায় শহরের শ্রী শ্রী মহাপ্রভু মন্দির প্রাঙ্গণে প্রথম প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। পরে রাত আটটার দিকে শ্রী শ্রী জয় কালী মাতার মন্দির প্রাঙ্গণে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

দুই মন্দিরেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এডভোকেট প্রসাদ তালুকদার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়, সুজিত কুমার সরকার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, জেলা আওয়ামী লীগের সদস্য রঞ্জিত কুমার দাস।

এ সময় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল কর্মের এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার উপরে আলোচনা করেন আলোচনা শেষে সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। প্রার্থনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। প্রার্থনা পরিচালনা করেন পরিতোষ অধিকারী। শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার পূর্বে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …