বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / নাটোরের বড়াইগ্রাম উন্মুক্ত পদ্ধতিতে ভাতা কার্ড যাচাই বাছাই

নাটোরের বড়াইগ্রাম উন্মুক্ত পদ্ধতিতে ভাতা কার্ড যাচাই বাছাই

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রাম সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী
নিগৃহীতা মহিলা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতার উন্মুক্ত পদ্ধতিতে যাচাই বাছাই
করা হয়েছে। গতকাল নগর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্ত¡রে উপজেলা প্রশাসন ও
সমাজসেবা অফিস এই কর্মসূচির আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী উপস্থিত ছিলেন।

সমাজসেবা সুত্রে জানাযায়, উপজেলার সকল ইউনিয়নে উন্মুক্ত পদ্ধতীতে যাচাই বাছাই করার অংশ হিসেবে নগর ইউনিয়নে সকল ওয়ার্ডের বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতার জন্য জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, ছবি, মোবাইল নাম্বার সংগ্রহ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা এবং অসচ্ছল প্রতিবন্ধী এই কার্যক্রমের আওতায় আসবে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, সহকারী সমাজসেবা কর্মকর্তা মমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু, প্যানেল চেয়ারম্যান কার্তিক চন্দ্র বিশ্বাষ, ওয়ার্ড সদস্য রেজাউল করিমসহ সকল ওয়ার্ড এবং সংরক্ষিত আসনে মহিল সদস্য উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বিদ্যালয়ের মাছ মারার ঘটনাকে অস্বীকার করে ছাত্রদলের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে পারকোল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের পুকুরে মাছ মারার অভিযোগে ছাত্র দলের নেতা …