মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রদল নেতার মৃত্যু


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আলমগীর কবির (২৬) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তিনি দুর্ঘটনায় আহত হয়ে সাতদিন যাবৎ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে মারা যান। নিহত আলমগীর কবির বনপাড়া পৌরসভার কালিকাপুর মহল্লার নুরুল কবীরের ছেলে। তিনি বনপাড়া পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের স্বজনরা জানান, গত ১১ মার্চ আহম্মেদপুর এলাকায় অটো ভ্যান ও দুটি মোটর সাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে আলমগীর কবির গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে তিনি মারা যান। বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।

আরও দেখুন

সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …