নীড় পাতা / কৃষি / নাটোরের বড়াইগ্রামে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, পরিদর্শনে ইউএনও

নাটোরের বড়াইগ্রামে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, পরিদর্শনে ইউএনও

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া, ভবানীপুর, হারোয়াসহ বিভিন্ন এলাকায় হঠাৎ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি ফসলে। শুক্রবার বিকেলে প্রায় ঘন্টাব্যাপি এই শিলাবৃষ্টি হয়। হঠাৎ এই শিলাবৃষ্টিতে আম, বাংগি, ভুট্টা, তরমুজ সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

শনিবার সকালে ফসলের এই অপূরণীয় ক্ষতি এবং কৃষকের দুঃখ দূর্দশা পরিদর্শনে আসেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, এসময় সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা।

এসময় তিনি উপজেলার ভবানীপুর মোল্লাপাড়া বিল, হারোয়া মাঠসহ কয়েকটি এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন।

আরও দেখুন

সিংড়ায় ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় সাবেক ও বর্তমান সাথী, সদস্য এবং দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। …