রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / নাটোরের বড়াইগ্রামে রাকিব-রাসেল হত্যার বিচার দাবীতে ছাত্রলীগের বিক্ষোভ

নাটোরের বড়াইগ্রামে রাকিব-রাসেল হত্যার বিচার দাবীতে ছাত্রলীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
ছাত্রলীগ কর্মী রাকিব ও রাসেলের খুনীদের বিচারের দাবীতে নাটোরের বড়াইগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় দুই ছাত্রলীগ কর্মী হত্যার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে তাদের নিষিদ্ধ করার দাবী জানান তারা।

বড়াইগ্রাম উপজেলা ও বড়াইগ্রাম সরকারী কলেজ ছাত্রলীগের উদ্যোগে মঙ্গলবার দুপুরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার, বড়াইগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি শিপন আহমেদ, সাধারণ সম্পাদক নিলয় সরকার নাসিম, বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক সোহেল রানা জাফর, ছাত্রলীগ আকছেদ আলী, আসাদ ও বাচ্চু বক্তব্য রাখেন।

এর আগে একটি বিক্ষোভ মিছিল বড়াইগ্রাম সরকারী অনার্স কলেজ থেকে শুরু হয়ে বড়াইগ্রাম পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …