নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামে মজনু মিয়া (৩৫) নামের এক ভুয়া ডাক্তারের ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বীহী কর্মকর্তা আনোয়ার পারভেজ। সোমবার বেলা ১১ ঘটিকার দিকে উপজেলার লক্ষীকোল এলাকায় এই জরিমানা করা হয়। ভুয়া ডাক্তার মজনু মিয়া জেলার লালপুর উপজেলার নওদারা গ্রামের আফেল মন্ডলের ছেলে।
উপজেলা প্রশাসন সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লক্ষীকোল বাজারে অবস্থিত জমজম ফার্মেসতে ভুয়া ডাক্তার বিরুদ্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় মজনু মিয়া নামের এক ভুয়া ডাক্তারকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে আর কোথাও চিকিৎষা করবেনা মর্মে লিখিত অঙ্গীকারনামা দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল্লাহেল কাফী উপস্থিত ছিলেন।
নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ বলেন, ভুয়া ডাক্তার বিরুদ্বে অভিযান চলমান রয়েছে। উপজেলায় এধরনের ভুয়া ডাক্তারের কোন অস্তীত থাকবেনা।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …