নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রাম থেকে ০৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটোক করেছে র্যাব। আটককৃতরা হলেন, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মৃত আবু বক্কর প্রামাণিকের ছেলে মনিরুল ইসলাম (৩৭) ও একই এলাকার মৃত বাদল প্রমাণিকের ছেলে আইয়ুব আলী (৪৫)।
র্যাব-৫ রাজশাহী হতে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মাসুদ রানা এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ দল সোমবার (১৫ মার্চ) রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধামানিয়া গ্রামে অভিযান পরিচালনা করে, এ সময় ওই গ্রামের দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসার সামনে থেকে ০৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী জব্দকৃত আলামত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
আরও দেখুন
নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …