নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
“করোনাকালে অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি, স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি”
প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে’র শুভ উদ্বোধন হয়েছে। আজ সোমবার (৭ ডিসেম্বর) সকালে বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বড়াইগ্রাম পরিবার পরিকল্পনা অফিসার হাবিবুর রহমান এর সভাপতিত্বে, এই সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: এস এম জাকির হোসেন, ঢাকা পরিবার পরিকল্পনা অধিদপ্তর এমসিএইচ ইউনিট এর সহকারী পরিচালক ডাঃ এম এ জুল কাওছার, নাটোর ডিষ্ট্রিক্ট কনসালটেন্ট ডাঃ আব্দুর রউফ মল্লিক, বড়াইগ্রাম মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডাক্তার ওয়ালিউল ইসলাম, সহকারী পরিবার পরিকল্পনা অফিসার আব্দুস সাত্তারসহ অত্র দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সেবাভোগী মা’দের সেবা প্রদান করেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নার্গিস আঞ্জুমান আরা এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা মমতাজ খাতুন মিনা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ফাহিম মাহমুদ রঞ্জু, গোপালপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ আবুল হোসাইন।
এই সেবা ও প্রচার সপ্তাহ’টি চলবে, চলতি মাসের ৭ তারিখ থেকে পরবর্তী তিন দিন পর্যন্ত।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …