সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের বড়াইগ্রামে একশ’ পিস ইয়াবাসহ নারী আটক

নাটোরের বড়াইগ্রামে একশ’ পিস ইয়াবাসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামে একশ’ পিস ইয়াবাসহ রোখসানা আক্তার বৃষ্টি নামে এক নারী মাদকবিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার বিকালে উপজেলার জালোড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক বৃষ্টি জালোড়া গ্রামের মারফত আলীর মেয়ে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, রোখসানা আক্তার বৃষ্টি বেশ কিছুদিন যাবৎ ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশীকালে তার ঘর থেকে একশ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে ইয়াবা মজুদ ও বিক্রির অভিযোগে বৃষ্টিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও দেখুন

বিদ্যালয়ের মাছ মারার ঘটনাকে অস্বীকার করে ছাত্রদলের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে পারকোল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের পুকুরে মাছ মারার অভিযোগে ছাত্র দলের নেতা …