সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের দু’টি বেসরকারি ক্লিনিকে অভিযানে, দুই মালিককে জেল ও জরিমানা

নাটোরের দু’টি বেসরকারি ক্লিনিকে অভিযানে, দুই মালিককে জেল ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বেসরকারি ক্লিনিক অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগে শুভেচ্ছা ক্লিনিকের স্বত্বাধিকারী হুমায়ুন কবিরকে এবং জনতা ক্লিনিকের স্বত্বাধিকারী ফরিদ রেজাকে ছয় মাস করে জেল ও আড়াই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে শহরের দু’টি বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে এই জরিমানা করা হয়। এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।সঙ্গে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান,ডা:মাহবুবুর রহমান প্রমূখ।

সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান জানান আজকের অভিযানের শহরের পশ্চিম বাইপাস এলাকার শুভেচ্ছা হাসপাতাল ও জনতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অনুমোদনের চেয়ে বেশি বেড রাখা লাইসেন্স না থাকা, যথাযথ চিকিৎসা ব্যবস্থা না থাকাসহ নানা অনিয়মের কারণে এই জেল এবং জরিমানা করা হয়। এই সকল অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …