নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের বিশিষ্ট ব্যবসায়ী বিভূতিভূষণ পোদ্দারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে নাটোরে কাশেমপুর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। তিনি গতকাল রাত সাড়ে আটটার দিকে ৯৮ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে পরলোক গমন করেন। এসময় তিনি পুত্র কন্যা নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-নওগাঁ আসনের নারী সাংসদ রত্না আহমেদ, কানাডা থেকে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম রমজান,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, ২ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট প্রসাদ তালুকদার প্রমুখ। সুদূর কানাডা থেকে পৌর মেয়র ও নারদ বার্তা নির্বাহী সম্পাদক ও উমা চৌধুরী জলি শোক বার্তায় বলেছেন, বিভূতি পোদ্দার একজন মিতভাষী আপাদমস্তক ভদ্রলোক ছিলেন। তার মত একজন ব্যক্তিকে হারানো মানেই একজন অভিভাবক কে হারানো। আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি, তিনি স্বর্গবাসী হোন।
আরও দেখুন
লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …