সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরের বিভিন্ন স্থানে খাদ্য সহায়তা বিতরণ করেন এমপি শিমুল

নাটোরের বিভিন্ন স্থানে খাদ্য সহায়তা বিতরণ করেন এমপি শিমুল

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর প্রতিনিধি নাটোর শহরের বিভিন্ন স্থানে খাদ্য সহায়তা বিতরণ করেন সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। প্রথমেই বেলা এগারোটার দিকে নাটোর ইনডোর স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর পরিবারের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এরপরে নাটোরের রথবাড়ি এলাকায় করো না সংকটে কর্মহীন দুস্থ মানুষের মাঝে নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

দুপুর বারোটা দিকে শহরের নববিধান বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওই এলাকার অসহায় দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু প্রমুখ। আজকে তিনটি জায়গায় নিজ অর্থায়নে ৯শ জনের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …