সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরের বিভিন্ন মসজিদে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

নাটোরের বিভিন্ন মসজিদে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
নাটোর পৌরসভায় অবস্থিত বিভিন্ন মসজিদে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন মেয়র উমা চৌধুরী জলি। বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জিনদের হাতে এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন তিনি।

কানাইখালি পটুয়াপাড়া জামে মসজিদে করোনা ভাইরাস প্রতিরোধে কিছু স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী যেমন, টিস্যু সাবান এবং জালীনেট ইত্যাদি বিতরণ করেন।

এসময় মেয়র জানান, করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই তিনি বিভিন্ন মসজিদ মন্দিরে মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে আসছেন। তারই ধারাবাহিকতায় আজ এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেয়া হয়।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …