শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আবহাওয়া / নাটোরের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

নাটোরের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শনিবার নাটোরের নলডাঙ্গা পয়েন্টে বারনই নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার সারাদিনে ৪ সেন্টিমিটার সারারাতে ৭ সেন্টিমিটার পানি বেড়েছে। এখন ১৩.৫৬ চলছে। অপরদিকে আত্রাই নদীর সিংড়া পয়েন্টে পানি বিপদসীমার ৮৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকদিন প্রবল বৃষ্টি অব্যাহত থাকায় শুধু নদ-নদীর পানি নয় বাড়ছে বিল এবং লোকালয়ের পানি। ভোগান্তি বাড়ছে বন্যাকবলিত এলাকায়।

ইতিমধ্যে নাটোরের সিংড়ায় ৯ টি ইউনিয়ন এবং একমাত্র পৌরসভা পানিতে নিমজ্জিত হয়েছে অপরদিকে নলডাঙ্গা উপজেলার ইউনিয়ন সম্পূর্ণভাবে প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান জানান বৃষ্টিপাত না কমলে পানি বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকবে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে প্রবল বর্ষণ হওয়ায় বাংলাদেশের নদ-নদী গুলোতে এর প্রভাব পড়েছে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …