মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বিভিন্ন উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২০ উদযাপন

নাটোরের বিভিন্ন উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২০ উদযাপন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বিভিন্ন উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২০ উদযাপন করা হয়েছে। “মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান” এই প্রতিপাদ্য নিয়ে শুক্রবার বেলা এগারোটার দিকে নিজ নিজ উপজেলা সম্মেলন কক্ষে এই উপলক্ষে আলোচনা ও ভার্চুয়াল সভার মাধ্যমে আলোচনার মাধ্যমে পালিত হয়।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (বাগাতিপাড়া-লালপুর) আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অহিদুল ইসলাম গকুল।

নলডাঙ্গা উপজেলায় ভার্চুয়াল মিটিংয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।

ভার্চুয়াল এই সভায় শিক্ষক, সাংবাদিক,সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অপরদিকে লালপুর উপজেলায় নির্বাহী অফিসার উম্মুল বানিন দ্যুতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …