সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / নাটোরের বিভিন্নস্থানে খাদ্যসহায়তা বিতরণ করলেন এমপি শিমুল

নাটোরের বিভিন্নস্থানে খাদ্যসহায়তা বিতরণ করলেন এমপি শিমুল

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের বিভিন্নস্থানে খাদ্যসহায়তা বিতরণ করলেন সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।শনিবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত তিনি নাটোরের রেলওয়ে ষ্টেশন প্লাটফর্মের প্রায় শতাধিক কুলি শ্রমিকের মাঝে,সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের সিংহারদহ গ্রামের মহল্লায় ৮ পরিবারসহ গ্রামের আরও প্রায় শতাধিক মানুষ এবং কৈগাড়ি-কৃষ্ণপুর গ্রামে করোনা ভাইরাসের কারণে সাময়িক কর্মহারা ২ শতাধিক মানুষের মাঝে ব্যক্তিগত তহবিল হতে চাল, ডাল, তেল, আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

সামাজিক দূরত্ব বজায় রেখে তিনি এই খাদ্যসহায়তা বিতরণ করেন। সেই সাথে তিনি সহায়তা নিতে আসা মানুষদের সামাজি দূরত্ব বজায় রাখা এবং বিনা প্রয়োজনে ঘরের বাহির না হওয়ার অনুরোধ করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা শরিফুল ইসলাম শরিফ, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম প্রমুখ।

আরও দেখুন

সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …