বৃহস্পতিবার , এপ্রিল ২৪ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের বাগাতিপাড়া থেকে তিনটি তক্ষক সহ একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

নাটোরের বাগাতিপাড়া থেকে তিনটি তক্ষক সহ একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়া থেকে তিনটি তক্ষক সহ সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার স্যান্যালপাড়া গ্রাম থেকে তক্ষকগুলো সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম একই এলাকার মৃত মফিজ উদ্দিন মোল্লার ছেলে। উদ্ধারকৃত তক্ষকগুলোকে আদালতের মাধ্যমে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সান্যালপাড়া মহল্লার সাইফুল ইসলামের বাড়ীতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সাইফুল ইসলাম বাড়ী থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ সদস্যরা তার পিছু নিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার বসতবাড়ীর একটি ঘরে তল্লাশী করে খাঁচার ভিতরে রাখা তিনটি তক্ষক উদ্ধার করা হয়।

এ ঘটনায় বন্য প্রাণী সংরক্ষন ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত সাইফুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় ও তক্ষকগুলোকে বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয় ।

আরও দেখুন

বড়াইগ্রামে ৫নং মাঝঁগা ইউনিয়নে ২নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন সহযোগী সদস্য নিয়ে বিশাল সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৫ নং মাঝগাঁ ইউনিয়নের  (২ নং) ওয়ার্ডের আগ্রান -নুরদহ কর্তৃক …