রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বাগাতিপাড়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় বাড়ীর পাশের পুকুরে পড়ে ইরফান নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের মাড়িয়া মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ইরফান ওই এলাকার সাজেদুর রহমান ও শিলা খাতুন দম্পত্তির ছেলে।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়,সকালে অসুস্থতাজনিত কারনে ওই গামে এক ব্যক্তি মারা যান। সেজন্য শিশু ইরফানকে বাড়ীর উঠোনে খেলা করতে রেখে প্রতিবেশীর বাড়ীতে যান শিশুর মা ও বাবা। পরে তারা বাড়ীতে ফিরে এসে তাদের শিশু সন্তনিকে বাড়ীর কোথাও খুঁজে পায়না। পরে স্থানীয়রাও তাদের সাথে খোঁজাখুজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ীর পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে তার মা। পরে শিশুটিকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …