নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে রবিবার সকালে উপজেলার জিমনেসিয়াম হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রতন কুমার সাহা, নাটোর জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউনুন আলী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, নিজেরা করি সংগঠনের অঞ্চল সমন্বয়ক তপন কুমার সরকার।
অনুষ্ঠানে অংশ নেয়া নারীদের মধ্যে বক্তব্য রাখেন আরিফিন আফরোজ খুঁশি, নিজেরা করি সংগঠনের কর্মী মিরা বেগম। এসময় আরও উপস্থিত ছিলে উপজেলা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সদস্যরা।
আরও দেখুন
বাগাতিপাড়ায় বিএনপির কর্মী কর্মীসভা
সমাবেশে পরিণত নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া ,,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবারসন্ধ্যার আগে উপজেলার ফাগুয়াড়দিয়াড় …