সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের বাগাতিপাড়া থেকে গাঁজাসহ একজনকে আটক করেছে র‌্যাব

নাটোরের বাগাতিপাড়া থেকে গাঁজাসহ একজনকে আটক করেছে র‌্যাব


নিজস্ব প্রতিবেদক,
নাটোরের বাগাতিপাড়া থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ শিঠু (৩০) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটককৃত শিঠু উপজেলার বেগুনিয়া গ্রামের মোহাম্মদ লাবুর ছেলে।

র‌্যাব ৫ সিপিসি-২ এর নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসপি মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে (১০ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাকা মাখুয়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ৫০০ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ শিঠুকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী শিঠু জব্দকৃত আলামত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।

এ ঘটনায় নাটোরের বাগাতিপাড়া থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …