সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের বাগাতিপাড়া থেকে ইয়াবাসহ ১ জনকে আটক করেছে র‌্যাব

নাটোরের বাগাতিপাড়া থেকে ইয়াবাসহ ১ জনকে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ

নাটোরের বাগাতিপাড়া থেকে ১৮৫পিস ইয়াবাসহ মোঃ বাবু নামে একজনকে আটক করেছে র্যাব। বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার মাধববাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বাবু হিজলি পাবনা পাড়ার সেকেন্দার আলীর ছেলে।

র‌্যাব-৫, রাজশাহী সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিঃ এএসপি এ, কে, এম, এনামুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল বেলা আড়াইটার দিকে উপজেলার মাধব বাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা সংরক্ষণ ও বিক্রয়কালে বাবুকে ১৮৫ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সবার সামনে স্বীকার করে যে, ওই ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল।

পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

বাগাতিপাড়ায় বিএনপির কর্মী কর্মীসভা

সমাবেশে পরিণত নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া ,,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবারসন্ধ্যার আগে উপজেলার ফাগুয়াড়দিয়াড় …