রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / নাটোরের বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

নাটোরের বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আওয়ামী লীগ নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবী করায় বিএনপি বলেছিল পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হতে পারে না। আজ আবার বিএনপিই নিরপেক্ষ সরকারের দাবী আনছে এটা কেমন কথা। তৃণমূলের নেতা কর্মী শক্তিশালী হলে আগামী নির্বাচনে নৌকার প্রাথীকে কেউ হারাতে পারবে না।

আজ মঙ্গলবার স্থানীয় সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নাটোরের বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ইউনুস আলীর সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সংসদ সদস্য রত্মা আহমেদ, সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি: নুরুল ইসলাম ঠান্ডু সাধারণ সম্পাদক: মজিবুর রহমান

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …