সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / নাটোরের বাগাতিপাড়ার বাঁশবাড়িয়া কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নাটোরের বাগাতিপাড়ার বাঁশবাড়িয়া কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাঁশবাড়িয়া ডিগ্রী কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এসময় এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন, বাঁশবাড়িয়া কলেজ সাবেক অধ্যাক্ষ ইব্রাহীম খলিল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা তাঁতি লীগের সভাপতি সামসুজ্জামান মোহন, উপজেলা ছাত্র লীগের সভাপতি আতিক হাসান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে বাঁশবাড়িয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ আমিনুল ইসলাম, পরিচালনা উপ-অধ্যাক্ষ মোসাঃ সাবিনা সুলতানা।

আরও দেখুন

বাগাতিপাড়ায় বিএনপির কর্মী কর্মীসভা

সমাবেশে পরিণত নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া ,,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবারসন্ধ্যার আগে উপজেলার ফাগুয়াড়দিয়াড় …