নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী আড়ানী পৌরসভা এলাকায় প্রবাসী মহিউদ্দিনের সাত লক্ষাধিক টাকা আত্মসাৎ অপহরণ ও নির্যাতনকারী নিভেলের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা। আজ শনিবার সকালে বাগাতিপাড়া প্রেসক্লাবের সামনে এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অভিযুক্ত নিভেল নাটোরের বাগাতিপাড়া দোবিলা গ্রামের মোঃ আনোয়ার এর ছেলে।
মানববন্ধনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে ওমান প্রবাসী ভুক্তভোগী মহিউদ্দিন বলেন, নিভেল খালাতো ভাইরা ভাই হওয়ায় বিভিন্ন সময়ে আমার কাছ থেকে ৭লাখ টাকা নেয়। এই টাকা ফেরত চাওয়ায় নিভেলের নেতৃত্বে হাফিজ জুবায়ের ও অজ্ঞাত কয়েকজন একটি নোহা মাইক্রোবাসে তুলে আমাকে অপহরণ করেন এরপর অজ্ঞাত জায়গায় বিবস্ত্র করে হাত-পা বেঁধে মারধর করে আমাকে অচেতন অবস্থায় নদীর ধারে ফেলে রেখে যায়।
এই পাওনা টাকা চাইতে গেলে লেভেল আমাকে ও আমার সন্তানকে মেরে ফেলার হুমকি দেয় । বর্তমানে এই প্রতারক জেলহাজতে আছে। আমার টাকা ফেরতের সাথে সাথে প্রশাসনের কাছে নিবেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি ।