সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / নাটোরের বাগাতিপাড়ায় ৫ দিনব্যাপি বই মেলার উদ্বোধন কাল

নাটোরের বাগাতিপাড়ায় ৫ দিনব্যাপি বই মেলার উদ্বোধন কাল

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় ৫ দিনব্যাপি অমর একুশের বই মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে কাল বুধবার। বাগাতিপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২৮ তম এই বই মেলার আয়োজন করেছে আমরা ক’জন স্পোর্টিং ক্লাব।

বই মেলার শুভ উদ্বোধন করবেন বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত কথাসাহিত্যিক জাকির তালুকদার। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা, মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনসহ আমরা ক’জন স্পোর্টিং ক্লাবের সকল উপদেষ্টা মন্ডলী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আমরা ক’জন স্পোর্টিং ক্লাবের সভাপতি তৌফিকুর রহমান শ্রাবন। আমরা ক’জন স্পোর্টিং ক্লাবের সাধারন সম্পাদক মুস্তাফিজুর রহমান শফিক বলেন, প্রতিবারের ন্যায় এবারো বই মেলায় ৫টি বই এর মোড়ক উন্মোচন করা হবে এবং বই মেলায় ৫০ টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে।

এছাড়া বই মেলায় প্রতিদিন গ্রামীন যাত্রাপালা, নৃত্যানুষ্ঠান, শিশুদের কুইজ, ছড়া, আবৃত্তি, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়িত হবে। তিনি সকলকে বই মেলায় এসে বই কেনার আহ্বান জানান।

আরও দেখুন

বাগাতিপাড়ায় বিএনপির কর্মী কর্মীসভা

সমাবেশে পরিণত নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া ,,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবারসন্ধ্যার আগে উপজেলার ফাগুয়াড়দিয়াড় …