নিজস্ব প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়ায় গৃহবধুকে হত্যার কয়েক ঘন্টার মধ্যে হত্যা মামলার আসামী ওই নারীর স্বামী আসমত আলীকে গ্রেপ্তার করেছে বাগাতিপাড়া মডেল থানা পুলিশের সহযোগিতায় র্যাব-১২। শুক্রবার দুপুরের দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দিনগত রাতের কোন (ভোর ৪-৫ টার মধ্যে) একসময় উপজেলার জামনগর ইউনিয়নের হাপানিয়া এলাকায় সুফিয়া বেগম নামে এক গৃহবধুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটে। ওই নারীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মমালা হলে আমরা তা আমলে নেই এবং আসামীকে ধরতে অভিযান পরিচালনা করি। পরে র্যাব-১২ এর সহযোগিতায় আসামী আসমত আলীকে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, আসামীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে। উল্লেখ্য, পারিবারিক কলোহের জেরে ওই রাতে স্বামী আসমত আলী তার স্ত্রী সুফিয়াকে ধারালো অস্ত্র দ্বারা গলা কেটে হত্যা করে এবং ওই দম্পতির আট বছরের শিশু আসমানীকে নিয়ে সে পালিয়ে যায়। পরে সকালের দিকে স্বামী আসমত আলী নিজেই তার ভাতিজা আনোয়ারকে মুঠোফোনে জানান তার বাড়িতে কি হয়েছে গিয়ে খোজ নেবার। ভাতিজা আনোয়ার ওই বাড়িতে এসে ঘরের মেঝেতে ওই গৃহবধুর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / নাটোরের বাগাতিপাড়ায় হত্যার কয়েক ঘন্টার মধ্যে হত্যা মামলার অভিযুক্ত গ্রেফতার
আরও দেখুন
সিংড়ায় কৃষি উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে …