নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই টিভি সাংবাদিক আহত

নাটোরের বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই টিভি সাংবাদিক আহত

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বাগাতিপাড়ায় ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দিপ্ত টিভির সাহেদুল ইসলাম রোকন ও চ্যানেল ২৪ এর নাটোর প্রতিনিধি দেবাশীষ সরকার আহত হয়েছে। আজ সোমবার বেলা ১২ টার দিকে নিউজ এর তথ্য সংগ্রহ করতে বাগাতিপাড়া যাওয়ার পথে উপজেলার দীঘাপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তাদেরকে নাটোর সদর হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।

আহত দিপ্ত টিভির সাংবাদিক সাহেদুল ইসলাম রোকন জানায়, একটি নিউজ সংগ্রহ করতে মোটরসাইকেল যোগে তিনি ও চ্যানেল ২৪ এর সাংবাদিক দেবাশীষ সরকার বাগাতিপাড়ায় যাচ্ছিলেন। পথে দীঘাপাড়া এলাকায় একটি ব্যাটারি চালিত ভ্যান দ্রুত গতিতে গ্রামের রাস্তা থেকে সড়কে চলে আসে এবং তাদের মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে যান। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় দিপ্ত টিভির সাংবাদিক সাহেদুল ইসলাম রোকনের বাম পা সহ বিভিন্ন স্থানে জখম হয়েছে এবং সাংবাদিক দেবাশীষ সরকারের বুকের দুইটি হাড় ফেটে যাওয়া সহ গুরুতর জখম হয়েছেন। তবে তারা দুজনই আশংকামুক্ত রয়েছেন বলে জানান সিভিল সার্জন ডাঃ মোহম্মদ মশিউর রহমান।

আরও দেখুন

কোন সেক্টরেই সংস্কার কার্যক্রম স্থায়ীত্ব পাবেনাযদি বিচার বিভাগের সংস্কার না করা হয়- প্রধান

বিচারপতি নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,,,,,,প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন,কোন ক্ষেত্রেইবা কোন সেক্টরেই সংস্কার …