সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বাগাতিপাড়ায় শিশু ধর্ষণ মামলায় এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত

নাটোরের বাগাতিপাড়ায় শিশু ধর্ষণ মামলায় এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত

নিজস্ব প্রতিবেদক: 
নাটোরের বাগাতিপাড়ায় ৫ বছর বয়সী শিশু ধর্ষণ মামলায় আরিফুল ইসলাম (১৫) নামের এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আরিফ উপজেলার গালিমপুর দেলিপাড়া এলাকার হক সাহেবের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৮ জুলাই বিকেলে আরিফুল একই এলাকার পাঁচ বছর বয়সী ওই ভিকটিমকে খেজুর পাড়ার প্রলোভন দেখিয়ে কৌশলে পার্শ্ববর্তী পাট ক্ষেতে নিয়ে গিয়ে শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে এসে তার মাকে সব ঘটনা খুলে বলে। পরে শিশুটিকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ১১ জুলাই আরিফুল ইসলামকে অভিযুক্ত করে বাগাতিপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে আরিফুলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ প্রায় পাঁচ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে আদালতের বিচারক আজ মঙ্গলবার এই রায় প্রদান করেন।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …