রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বাগাতিপাড়ায় যুবককে কুপিয়ে আহত

নাটোরের বাগাতিপাড়ায় যুবককে কুপিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বাগাতিপাড়ায় ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের সাইলকোনা বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে রহুল (৩০) নামের এক যুবককে কুপিয়েছে প্রতিপক্ষরা। বুধবার দুপুরে ওই ঘটনা ঘটে।

রহুল ওই ইউনিয়নের সাতশৈল এলাকার খেত্তাব আলীর ছেলে।স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, পুকুর ইজারাকে কেন্দ্র করে  একটি পক্ষের সাথে শত্রুতা চলছিল। তারই জের ধরে আজকের এই ঘটনা। ঘটনার দিন দুপুরে ওই ইউনিয়নের সাইলকোনা এলাকার আ: রাজ্জাকের দুই ছেলে নাহিদ ও সোহেল তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রহুলকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়।

সেখানে ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করেন। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় মামলা রজু হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …