সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বাগাতিপাড়ায় মসজিদ থেকে ইমামের মোটরসাইকেল চুরি

নাটোরের বাগাতিপাড়ায় মসজিদ থেকে ইমামের মোটরসাইকেল চুরি

নিজস্ব প্রতিবেদক: 

নাটোরের বাগাতিপাড়ার দয়রামপুর ইউনিয়নের ডুমরাই সমজান পাড়া জামে মসজিদের সামনে থেকে এক ইমামের মোটরসাইকেল চুরি হয়েছে। 

গত ৩১ ডিসেম্বর দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। তবে, ঘটনার ২০ দিন পার হয়ে গেলেও এখনো সেই মোটরসাইকেলটি উদ্ধার করতে পারেনি পুলিশ। ভুক্তভোগী ইমাম আব্দুল হান্নান উদ্দিন জানান, গত ৩১ ডিসেম্বর মসজিদের সামনে মোটরসাইকেল রেখে ওই এলাকার ইসাহক এর ছেলের বিয়ের দাওয়াত খেয়ে এসে মোটরসাইকেলটি পাননি। পরে থানায় লিখিত অভিযোগ করেন। বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, মোটরসাইকেলটি উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …