শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের বাগাতিপাড়ায় মরদেহ উদ্ধার

নাটোরের বাগাতিপাড়ায় মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,বাগাতিপাড়া: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় আমিনুল ইসলাম (৪০) নামে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ১৮ আগস্ট শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার লোকমানপুর এলাকার চিথলিয়া কৃষ্ণা কৃষি খামারের একটি আখ ক্ষেত থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমিনুল রাজশাহী জেলার বাঘা থানার খাগড়বাড়িয়া এলাকার ইসরাফিলের ছেলে। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

শফিকুল ইসলাম জানান, আমিনুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ী থেকে বের হয়ে আর বাড়ী ফিরে যাননি। পরে পরিবারের লোকজন অনেক খোঁজ করেও তার সন্ধান পাননি। এদিকে শুক্রবার সকালে উপজেলার লোকমানপুর এলাকার চিথলিয়া কৃষ্ণা কৃষি খামারের একটি আখ ক্ষেত থেকে নিহতের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে এই ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। তবে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

আরও দেখুন

হিলিতে ভিজিএফের ১৮শ’ নামের ভুয়া তালিকাকরে চাল আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,দিনাজপুরের হিলিতে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চালবিতরণে অন্তত ১৮শ’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *