শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / নাটোরের বাগাতিপাড়ায় বিএমডিএর পুকুর খননের উদ্বোধন

নাটোরের বাগাতিপাড়ায় বিএমডিএর পুকুর খননের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় বিএমডিএর পুকুর খননের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগর পূর্ব পাড়া এলাকায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের অধীনে ২.৮৮ একর জায়গার উপরে হাজা মজা পুকুর খনন কাজের উদ্বোধন করা হয়। ১৩ লক্ষ ৬২ হাজার ২৪১ টাকা ব্যয়ে এই খনন কাজ শুরু করা হয়।

বিএমডিএর নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মনির জানান পুকুরটি সংস্কার এবং পুনঃখনন করা হলে এতে ২৫ জন উপকার ভোগী সুবিধা পাবেন। তিনি আরো জানান, এই পুনঃখনন এবং সংস্কার কাজ শেষ হলে ভূগর্ভস্থ পানির চাপ কমিয়ে উপরিভাগের পানির দ্বারা সেচ কাজ সম্পন্ন করতে পারবে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে এবং পাকা ইন্ডিয়ান আওয়ামীলীগের সভাপতি নয়েজ মাহমুদের সভাপতিত্বে এই খনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১( লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মনির প্রমূখ।

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …