নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় বেকারীতে অভিযান চালিয়েছে র্যাব। সোমবার দুপুর ২টা থেকে বিকেল তিনটা পর্যন্ত বাগাতিপাড়ার কাজীর চক মালঞ্চি এলাকায় অভিযান পরিচালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উর্ত্তীর্ণ মালামাল মজুদ রাখা এবং ক্ষতিকারক রং মেশানোর অপরাধেতোবা কনফেকশনারীর মালিক আফসার আলীকে বিশ হাজার টাকা জরিমানা এবং ভেজাল পণ্য ধ্বংস করা হয়।
র্যাব-৫ সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পে প্রেরিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয় যে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার এএসপি মাসুদ রানার নেতৃত্বে একটি বিশেষ অপারেশন দল সোমবার দুপুর ২টা থেকে বিকেল তিনটা পর্যন্ত উপজেলার কাজীর চক মালঞ্চি এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উর্ত্তীর্ণ মালামাল মজুদ রাখা এবং ক্ষতিকারক রং মেশানোর অপরাধে ২হাজার পিস সলটেড বিস্কুট, ৫০ কেজি ভেজাল বিস্কুট, ৫০০ গ্রাম ক্ষতিকারক খাবারের রং, ১ কেজি বেকিং পাউডার, ১০ কেজি সোডা, ৩০ কেজি ভেজাল ময়দা, ২০ কেজি স্যাকারিন, ৫ কেজি ভেজাল মাখন, ২০ লিটার মেয়াদ উত্তীর্ণ সোয়াবিন তৈলসহ তোবা কনফেকশনারীর মালিক কাজীর চক মালঞ্চি এলাকার ছাত্তার মোল্লার ছেলে আফসার আলী (৪৮), কে আটক করা হয়।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পূর্বক তোবা কনফেকশনারীর মালিক আফসার আলী (৪৮)কে বিশ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত আলামত ধ্বংস করা হয়েছে এবং উক্ত কারখানা সিলগালা করা হয়েছে।