সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বাগাতিপাড়ায় বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও আলোচনা

নাটোরের বাগাতিপাড়ায় বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও আলোচনা

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
নাটোরের বাগাতিপাড়ার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে সংলগ্ন আখের সেন্টারে ২ নং জামনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগ ও মহাজোটের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে (২৯ আগষ্ট) বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে সংলগ্ন আখের সেন্টারে শেখ মজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন নাটোর-১ ( লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল।

দোয়া আলোচনা সভার ২ নং জামনগর আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, জেলা তাঁতিলীগের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম, সঞ্চালনায় উপজেলা তাঁতিলীগের সভাপতি মোঃ সামসুল জামান মহন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …