রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বাগাতিপাড়ায় প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ছাত্রের মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,বাগাতিপাড়া:

নাটোরের বাগাতিপাড়ায় দূর্গা পূজার প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুশন কুমার সিংহ ওরফে পার্থ (১৭) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার গালিমপুর দূর্গা মন্দির এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কুশন কুমার সিংহ ওরফে পার্থ বিহারকোল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও গালিমপুর গ্রামের উৎপল কুমার সিংহের বড় ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিমা বিসর্জনের জন্য গালিমপুর দূর্গা মন্দির থেকে পাশের বড়াল নদীর ঘাটে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে চারমাথা মোড়ে পূজায় সাজানো ডেকোরেটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় পার্থ। দ্রুত সেখান থেকে পার্থকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষনা করলেও পরিবারের লোকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। 

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …