নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় কসমেটিক্স এবং ঔষধের দুটি দোকানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নাটোর জেলা কার্যালয়ের বাজার তদারকির অংশ হিসেবে আজ ৯ অক্টোবর শনিবার সকাল এগারোটার দিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম -এর নেতৃত্বে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর বাজার এলাকায় সাগর কসমেটিককে ৪৫ ধারা মোতাবেক দুই হাজার টাকা ও মিশ্রিপাড়া দি নিউ ফামের্সী কে মেয়াদ উর্ত্তীণ ওষধ রাখার অপরাধে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার বিরোধী কাজ করার অপরাধে ওই ২ টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ও ৪৫ ধারা মোতাবেক মোট বার হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। তদারকিকালে ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা টানানো ও নিয়মিত হালনাগাদ করা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়।
অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন বাগাতিপাড়া থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …