রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বাগাতিপাড়ায় কিশোরী ফুটবল দলের মধ্যে ক্রিড়া সামগ্রী বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় কিশোরী ফুটবল দলের মধ্যে ক্রিড়া সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় কিশোরী ফুটবল দল গঠন ও তাদের মাঝে ফুটবল খেলার যাবতীয় ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার হিজলী সোনাপুর উচ্চ বিদ্যলয় মাঠে নিজেরা করি এবং ভূমিহীন সংগঠন এর আয়োজনে সোনাপুর উচ্চ বিদ্যলয়ের কিশোরী ফুটবল দলের মাঝে ফুটবল খেলার যাবতীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া দপ্তর সম্পাদক সুমন ইসলাম, জেলা ক্রিকেট বোর্ডের কোচ মোস্তাফিজুর রহমান টুলু, উপজেলার ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন সরকার,ভুমিহীন সংগঠনের আঞ্চলিক কমিটির সভাপতি মিরা বেগম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম, বাগাতিপাড়া মডেল থানার এসআই মনিরুল ইসলাম, নিজেরা করি বাগাতিপাড়া শাখার প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম,ভুমিহীন সংগঠনের ও ফুটবল টীমের কিশোরী কন্যা শিমলা ও মিথিলা প্রমুখ। এ সময় বিদ্যালয়ের কিশোরী ফুটবল দলের খেলোয়াড়দের মান উন্নয়নের জন্য তাদের মাঝে ২৪ টি ফুটবল, ২৪ টি জার্সি, ২৪ জোড়াবুট সহ আরও যাবতীয় ক্রিড়া সামগ্রী দেওয়া হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …