নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বাগাতিপাড়ায় কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক-কর্মচারী এবং এলাকাবাসী। দুর্নীতি অর্থ আত্মসাৎ চাঁদ চাঁদাবাজি স্বেচ্ছাচারিতা সহ নানা অভিযোগ এনে অধ্যক্ষ মোসাম্মৎ জাকিয়ার অপসারণ এবং শাস্তির দাবিতে আজ ২৩ ফেব্রুয়ারি রোববার বেলা ১১ টার দিকে উপজেলার পাঁকা মহাবিদ্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন,বিগত সরকারের সময়ে ৮/৯ জন শিক্ষক নিয়োগ দেওয়া বিপুল অংকের সমুদয় টাকা লোপাট, সম্প্রতি ২০২৪-২৫ ইং শিক্ষাবর্ষে ছাত্র/ছাত্রী ভর্তির নামে জোরপূর্বক প্রায় দেড় লক্ষ টাকা আদায়। এবং বিভিন্ন সময় দাপ্তরিক কাজের অজুহাতে শিক্ষকদের নিকট থেকে জোরপূর্বক চাঁদা আদায়, মহাবিদ্যালয়ের ফ্যাসিলিটিজ বিল্ডিং বরাদ্দের নামে শিক্ষকদের নিকট থেকে জোর পূর্বক চাঁদা আদায়,মহাবিদ্যালয়ের প্রবেশদ্বারে জমি ক্রয়ের নামে জোরপূর্বক মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়, মহাবিদ্যালয়ের যাবতীয় আয় কোষাগারে না রেখে পুরোটাই লোপাট, এমনকি প্রায় ৩ বছর যাবৎ অসুস্থ্য এমনকি বিছানাগত থেকেও কাউকে নিয়মতান্ত্রিকভাবে দায়িত্বভার না দিয়ে হাজিরা খাত বাড়িতে নিয়ে গিয়ে স্বাক্ষর করাসহ নানা অনিয়ম করে আসছেন তিনি। তারা আরও বলেন এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে তদন্ত-পূর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু তিনিও কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এ বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষের সাথে কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করে কোন বক্তব্য দিবেন না বলে জানিয়ে দেন। বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার হা-মিম তাবাসসুম প্রভা জানান, আমি এই বিষয়ে অভিযোগ পেয়েছি। ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজকের মধ্যেই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
