সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / নাটোরের বাগাতিপাড়ায় একাডেমিক ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

নাটোরের বাগাতিপাড়ায় একাডেমিক ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ার তমালতলা বালিকা উচ্চ বিদ্যালয় একাডেমিক ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তমালতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

ছাদ ঢালাই কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক মকলেছুর রহমান মকুল,ম্যানেজিং কমিটির সভাপতি শ্রী বিপ্লব কুমার দাস।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম টারজান, উপসহকারী প্রকৌশলী সেলিম রেজা, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, শিক্ষক জয়নাল আবেদীন প্রমুখ।

আরও দেখুন

বাগাতিপাড়ায় বিএনপির কর্মী কর্মীসভা

সমাবেশে পরিণত নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া ,,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবারসন্ধ্যার আগে উপজেলার ফাগুয়াড়দিয়াড় …