রবিবার , এপ্রিল ২৭ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বাগাতিপাড়ায় ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

নাটোরের বাগাতিপাড়ায় ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় ইয়াবাসহ জেবানুল ইসলাম (২৬) নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যা ব।বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার বাটিকামারি হালদারপাড়া এলাকা থেকে তাকে ২৮৭ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত জেবানুল উপজেলার বাটিকামারি এলাকার জালাম মন্ডল এর ছেলে।

সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল তার নেতৃত্বে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার বাটিকামারি হালদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ইয়াবা সংরক্ষণ ও বিক্রয়কালে ২৮৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ জেবানুলকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয় ।

আরও দেখুন

চলনবিলে শুরু হয়েছে ধান কাটা ও

মাড়াইয়ের মহোৎসব নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,শস্যভান্ডার খ্যাত চলনবিল অঞ্চলে শুরু হয়েছে চলতি মৌসুমের বোরোধান কাটা। …