নিজস্ব প্রতিবেদক:
মেয়াদোত্তীর্ণ চানাচুর সংরক্ষণ ও পাটজাত মোড়ক ব্যবহার না করায় নাটোর শহরের মল্লিকহাটি এলাকায় বর্না ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি তে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
দুপুরে নাটোর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুয়েল আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আবুল কালামের মালিকানাধীন ওই কারখানায় অভিযান চালায়।
শহরের প্রভাবশালীর অপর এক বেকারি ব্যবসায়ীর ভাই এই আবুল কালাম, তার উৎপাদিত পণ্য মূলত নাটোর শহরের বাইরে গ্রামাঞ্চলের দোকানগুলোতে সরবরাহ করা হয় বলে জানিয়েছে স্থানীয়রা।
এছাড়া ভ্রাম্যমাণ আদালত শহরের নিচাবাজার ও তেবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে মাস্ক বিহীন মোটর বাইক চালানো এবং পরিমাপ ও মানবদন্ড আইনে আরও তিনটি মামলা দায়ের করে মোট পনেরশো টাকা জরিমানা আদায় করেন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …