শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বন্দর আমতলায় ট্রাক উল্টে চালক নিহত

নাটোরের বন্দর আমতলায় ট্রাক উল্টে চালক নিহত



নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় ভুট্টা বোঝাই ট্রাক উল্টে চালক আবু সাঈদ (৪৫) নিহত হয়েছে। আজ ২৭ এপ্রিল বুধবার সকাল সাড়ে সাতটার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর আমতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ ঝিনাইদহ মোল্লাপাড়া হামদপূর্ব পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাওনুর জানান, পঞ্চগড় থেকে ভুট্টা বোঝাই করে একটি ট্রাক ঈশ্বরদী যাচ্ছিল। আজ সকাল সাড়ে সাতটার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর আমতলা নামক স্থানে পৌঁছালে সামনের একটি চাকা ফেটে যায়। এতে ট্রাকটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় ট্রাকের চালক আবু সাঈদ।

তবে প্রাথমিকভাবে জানা যায়, ট্রাকে আর কেউ ছিলনা। পুলিশ সাঈদের মরদেহ উদ্ধার করে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।

আরও দেখুন

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য …